শনিবার ২৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

The Academy of Fine Arts Movie Announces Release With Satyajit Ray Inspired Poster

বিনোদন | সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ মে ২০২৫ ০০ : ২৪Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: ২ মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। এই উপলক্ষেই অভিনব ভাবে ঘোষিত হলো 'দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' ছবির মুক্তির তারিখ। শুধু চিত্র পরিচালক নয়, চিত্রশিল্পী ও পোস্টার শিল্পী হিসেবেও সত্যজিৎ রায় ছিলেন এ দেশের অন্যতম পথিকৃৎ। নিজের সিনেমার সমস্ত পোস্টারই ছিল তাঁর নিজের হাতে তৈরি করা। এবং সেসব ছবির পোস্টার এক ঝলক দেখেই বুঝে নেওয়া যায় সত্যজিৎ রায়ের অঙ্কন-ঘরানা। 

 

 

পরিচালক জয়ব্রত দাশ জানান, সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে একটি সত্যজিৎ অনুপ্রাণিত পোস্টারের মাধ্যমে তাঁর সেই সমস্ত কাজকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তিনি তাঁর প্রথম ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন। এই পোস্টারটির প্রধান অনুপ্রেরণা ছিল সত্যজিৎ রায়ের দুটি ছবির পোস্টার। ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’। পোস্টারটি তৈরি করেছেন পরিজাত মিদ্দা।

 


কিন্তু সিনেমার নাম কেন ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’? পরিচালক বলেন, এই সিনেমার প্রত্যেকটি চরিত্র এক একজন দুষ্কৃতী এবং প্রত্যেকেই এক একটি বিশেষ বিশেষ কাজে দক্ষ। যেমন কেউ ভাল চুরি করতে পারেন, কেউ পেশাদার খুনে আবার কেউ লক আর্টিস্ট। তাঁর মতে, যেহেতু এই প্রত্যেকটি কাজই এক প্রকার সূক্ষ্ম শিল্প তাই চরিত্ররা শিল্পী! অগত্যা সিনেমার এই নাম। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, ঋষভ বাসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়,অমিত সাহা ‘, অনিন্দ্য পুলক ব্যানার্জি প্রমুখ।

 

 

রুদ্রনীল ঘোষের কথায়, “বাংলায় পাল্প অ্যাকশন কমেডি - এই ধরনের ছবি এর আগে খুব একটা হয়নি। কাজেই এই অন্য ধরার ছবি যাতে বাঙালি দর্শকদের কাছে পৌঁছতে পারে এবং ফিল্ম স্কুলের প্রতিভাবান পরিচালকেরা যাতে কাজের অভাবে কলকাতার বাইরে না চলে যায় সেজন্যই ছবিটির সঙ্গে দাঁড়িয়েছি এবং এক টাকার বিনিময়ে প্রায় ২৭ দিন ধরে শুট করেছি।”

 

সৌরভ দাস বলেন “যে ভাষায় এই ছবিটি কথা বলবে, সেই ভাষায় এর আগে বাংলায় ছবি  তৈরি হয়েছে কিনা আমি জানি না।” নিজেদের চরিত্র এবং ছবি নিয়ে এই মুহূর্তে আর কিছু খোলসা করতে রাজি নন অভিনেতারা। পরিচালকের কথায়, “সবটাই ক্রমশ প্রকাশ্য।”


ছবির শুটিং শুরু হয়েছিল ২০২১ এর সত্যজিতের জন্মতারিখে। দীর্ঘ চার বছর পর এই ছবি মুক্তির আলো দেখছে।  ফিল্ম ইনস্টিটিউট-এর কয়েকজন বন্ধুকে নিয়ে, সম্পূর্ণ একক প্রচেষ্টায় নিজস্ব পুঁজি খরচ দিয়ে  চার বছর ধরে তিলে তিলে ছবিটি তৈরি করেছেন জয়ব্রত। মাঝে বাজেটের অভাবে বহুবার বন্ধ হয়ে গিয়েছে ছবির কাজ। তারপর ফের টাকাপয়সা জোগাড় করে শুরু হয়েছে। চার বছরের এই লম্বা যাত্রা পথে প্রত্যেকঅভিনেতা যারা এই ছবিতে কাজ করেছেন,তাঁরা সবরকম ভাবে সাহায্য করেছেন বলে জানান পরিচালক।


জানা গিয়েছে, ছবি শেষ করতে সাহায্য করেছেন সৌম্য সরকার এবং প্রমোদ ফিল্মসের কর্ণধার প্রতীক চক্রবর্তী। ছবিতে ক্যামেরার দায়িত্বে আছেন অর্ণব লাহা এবং নবনীল সান্যাল। সম্পাদনার দায়িত্বে আশিক সরকার। আগামী ৪ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’।


The Academy of Fine Arts Movie Satyajit Ray

নানান খবর

নানান খবর

ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?

রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?

জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?

'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?

প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'! 

নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?

কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?

প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?

রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?

‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!

ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি

দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?

‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির

ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?

ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?

সোশ্যাল মিডিয়া